সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এক প্রকার অঘোষিত ফাইনালে বুধবার মাঠে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। এদিকে প্রথম দুই ওয়ানডেতে ১-১ সমতায় রয়েছে দুদল। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রুপ নিয়েছে।
আগামী বুধাবর ভারতের চেন্নাইয়ে শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ফাইনালের লড়াই।
অপরদিকে মুম্বাইয়ে প্রথম ওয়ানডেতে বোলারদের নৈপুন্যের পর লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ে ভর করে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ভারতীয় পেসার মোহাম্মদ সামি-মোহাম্মদ সিরাজ এবং জাদেজা তোপের ১৮৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। সামি-সিরাজ ৩টি করে, জাদেজা ২ উইকেট নেন।
জবাবে ৮৩ রানে পঞ্চম উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ১২৩ বলে অবিচ্ছিন্ন ১০৮ রান তুলে ৬১ বল বাকি থাকতেই ভারতের জয় নিশ্চিত করেন রাহুল ও জাদেজা।
পরে বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের আগুন ঝড়ানো বোলিংয়ের সামনে আত্মসমর্পন করে ভারতের ব্যাটাররা। ১১৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। স্টার্ক ৫৩ রানে ৫ উইকেট নেন।
ম্যাচটি ১১ ওভারে ১০ উইকেটে জিতে নেয় অস্ট্রেলিয়া। দুই ওপেনার হেড ৩০ বলে ৫১ ও মার্শ ৩৬ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন।
আরও পড়ুন: আসন্ন আইপিএলে খেলা নিয়ে যা বললেন লিটন দাস
ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৩/এসএ