অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নাইজেরিয়ার কাছে হেরে নকআউট পর্বেই স্বপ্নভেঙে গেছে আর্জেন্টিনার। কোয়ার্টার ফাইনালে যাওয়ার ম্যাচে আফ্রিকার দেশিটির কাছে ০-২ গোলে হেরে গেছে মেসি-মার্টিনেজদের উত্তরসূরীরা।
আর্জেন্টিনার স্যান জুয়ান স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মুখোমুখি হয় দুদল।
এদিকে এবারের আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলতে পা দেয় টুর্নামেন্টেটির শীর্ষ ছয় বারের শিরোপাজয়ীরা। তবে নাইজেরিয়ার কাছে হেরে এবারের আসর থেকে বিদায় নিলো স্বাগতিকরা।
ম্যাচে ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোন দলই। তবে দ্বিতীয়ার্ধে চ্যাম্পিয়নদের ডিফেন্স পরাস্ত করে ৬১ মিনিটে প্রথম গোলের দেখা পায় নাইজেরিয়া। এরপর গোলের দেখা পেতে মরিয়া আর্জেন্টিনা নাইজেরিয়ার প্রতিরোধের দেয়াল ভাঙতে পারেনি। উল্টো ৯১ মিনিটে আরও একটি গোল খেয়ে বিদায় নেয়। ম্যাচ ২-০ গোলে জিতে কোরার্টার ফাইনালে পা দেয় নাইজেরিয়া।
প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়ার প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৪ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় হওয়ার কথা ছিল এবারের ২৩তম অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজন। শেষ পর্যন্ত অভ্যন্তরীণ বিক্ষোভে আসরটি আয়োজনের দায়িত্ব নেয় আর্জেন্টিনা। আর এতেই এবারের আসরে সুযোগ না পাওয়া ছয় বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আয়োজক দেশ হিসেবে এবার খেলার সুযোগ পায়।
আরও পড়ুন: জুনিয়র এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডকে উড়িয়ে এগিয়ে গেল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/১জুন২৩/এসএ