দেশসেরা ওপেনার তামিম ইকবালের হুট দেওয়া অবসরের ঘোষণা মানতেই পারছেন না ক্রিকেটপ্রেমীরা। এমনকি বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও বিষয়টি সহজভাবে নিচ্ছেন না। বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে তামিমের অবসর নিয়ে কথা বলেছেন সবাই। তবে প্রায় ২৪ ঘণ্টা পর মুখ খুলেছেন নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশ ক্রিকেটে সাকিব-তামিম দ্বন্দ্ব এমন গুঞ্জন প্রচলিত আছে। তবে মাঠে কিংবা দলে সেটার প্রভাব কখনো পড়ে না। কিন্তু তামিমের বিদায়ের ঘোষণার পর তার চুপ থাকা রহস্যের জন্ম দেয়। সেই রহস্য নিজেই দুল করেছেন দীর্ঘ স্ট্যাটাস দিয়ে।
শুক্রবার (৭ জুলাই) দুপুর পৌনে বারোটার দিকে সাকিব নিজের ভেরিফায়েড পেইজে লিখেছেন তামিমের অবসর নিয়ে। সাকিব লিখেছেন তামিমের সঙ্গে তার পথচলা শুরুর দিনের কথা। লিখেছেন দলে দুজনের বন্ধুত্বের কথা, তরুণদের প্রেরণার কথা। তামিমের না থাকাটা কতটা মিস করবেন সেটা জানিয়ে শুভ কামনাও জানিয়েছেন সাকিব।
সাকিব বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই স্ট্যাটাসটি দিয়েছেন। বাংলা লেখটা ক্রিফোস্পোর্টস পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
‘২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসাথে প্রথম পথ চলা এবং আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলি একসাথে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি।’
‘আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ এবং আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।’
‘একই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের শক্তির উপর নির্ভর করেছিলাম – আমাদের দেশের জন্য জয়লাভ করার জন্য। তোমার রান এবং রেকর্ডগুলি নিজের পক্ষে কথা বলে এবং আমরা, টিম সঙ্গী হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে তুমি যা কিছু অর্জন করেছ তার জন্য আমরা অত্যন্ত গর্বিত।’
‘তোমার সাথে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে…কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব তখন তোমার আগুন আমাদের সবার ভিতরে জ্বলবে।’
‘তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সাথে নতুন মুহূর্তগুলি উপভোগ কর।’
এর আগে গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন ডেকে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার ঘোষণা দেন তামিম। দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারকে বিদায় জানাতে গিয়ে চোখ ভিজে যায় তার।
আরও পড়ুন: বিসবিতে এখনো পদত্যাগপত্র জমা দেয়নি তামিম: পাপন
ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৩/এজে