Connect with us
ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের এমন হারের ৩ কারণ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছে ভারত (ছবি- ক্রিকইনফো)

অস্ট্রেলিয়ার বিপক্ষে রবিবার বিশাখাপতনমেতে তুরুপের তাসের মতো ভেঙে যায় ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ। যার ফলে মাত্র ২৬ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে কোহলি-রোহিতরা ম্যাচ হেরে যায় ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

অপরদিকে টার্গেট তাড়া করতে নেমে মিচেল মার্শ ও ট্রাভিস হেটের ব্যাটিং তাণ্ডবে মাত্র ৬৬ বল খেলেই দলের জয় নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফিরেছে সফরকারীরা। আগামী বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুদল।

তিন কারণে ভারতের এমন হার-

১. বিশাখাপতনমেও টসও প্রভাব ফেলে। বৃষ্টির জন্য গত কয়েকদিন মাঠ ঢাকা থাকে পলিথিনে। এতে পিচে আদ্রতা ছিল। টস জিতে অস্ট্রেলিয়া ফিল্ডিং নেয় সেকারণেই। অজি পেসাররা সেই সুবিধাজনক পরিস্থিতি কাজে লাগান।

২. বিশাখাপতনমেতে পেসারদের দাপট ছিল অনেক বেশি। অল্প রানে আউট হওয়ার পিছনে ভারতীয় ব্যাটসম্যানদের ভুল শট নির্বাচনকেও দায়ি করা হয়।

৩. টিম ইন্ডিয়ার নেতিবাচক মানসিকতাকেও বিশাখাপতনমের লজ্জাজনক হারের কারণ হিসেবে দেখা হচ্ছে। কারণ শুরুতে পরপর উইকেট হারানোর পর টিম ইন্ডিয়া কার্যত হাল ছেড়ে দিয়েছিল। কারো মধ্যে লড়াইয়ের তেমন মানসিকতা দেখা যায়নি।

আরও পড়ুন: কোপার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট