Connect with us
ক্রিকেট

আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার স্যাম কুরান

sham kuran
স্যাম কুরান। ছবি- গুগল

আসন্ন আইপিএলের ১৬তম আসরের নিলামে ১৮ কোটি ২৫ লাখ রুপিতে ইংল্যান্ডের পেসার স্যাম কুরানকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে এত দামে একজন খেলোয়াড়কে কেনেনি কোনো দল।

ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয় এর আগে আইপিএল নিলামে সর্বোচ্চ ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার ক্রিস মরিসকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস।

এবার সেই রেকর্ড ভাঙলেন কুরান। শুধু ইংলিশ এই পেস অলরাউন্ডারই নন, এবার মরিসকে ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার ক্যামেরন গ্রিন। ১৭ কোটি ৫০ লাখ রুপিতে তাকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

এদিকে এবাররে আইপিএল মিনি নিলামে ইংলিশ সুপারস্টার বেন স্টোকসকে ১৬ কোটি ২৫ রুপিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

এছাড়া কোচিতে অনুষ্ঠিত নিলামে ওয়েস্ট ইন্ডিজের মারকাটারি ব্যাটার বিক্রি হয়েছেন ১৬ কোটি রুপিতে। তাকে নিয়েছে লক্ষ্মৌ সুপার জায়ান্টস।

অপরদিকে বাংলাদেশের সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন দল পাননি।

আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান

ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২২/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট