আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে লন্ডনে পৌঁছেছে টিম বাংলাদেশের একাংশ।
সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
এই বহরে যারা গেছেন তাদের অধিকাংশই টিম ম্যানেজম্যান্টের সদস্য। এছাড়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, তৌহিদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরীরা।
এদিকে বাংলাদেশ থেকে টাইগারদের দ্বিতীয় ফ্লাইটে কাল যাবেন তামিম, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজসহ বাকি ক্রিকেটাররা। এছাড়াও আইপিএল ফেরত লিটন কুমার দাস যাবেন আগামী ২ মে। এদিন দলের সঙ্গে যোগ দিতে ভারত থেকে রওনা দেবেন মুস্তাফিজুর রহমান। আর সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ইংল্যান্ডে যাবেন।
ম্যাচ সূচি:
প্রথম ওয়ানডে ৯মে।
দ্বিতীয় ওয়ানডে ১২মে।
তৃতীয় ওয়ানডে ১৪মে।
ইংল্যান্ডের চেমসফোর্ডের মাঠে গড়াবে সবগুলো ম্যাচ। এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দুদল।
অপরদিকে এ সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভূক্ত।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, তাইজুল ইসলাম, তাওহিদ হৃদয়, রনি তালুকদার, ইয়াসির আলি চৌধুরি, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী।
আরও পড়ুন: মেসির এক পোস্ট ঘিরে যত জল্পনা
ক্রিফোস্পোর্টস/১মে২৩/এসএ