Connect with us
ক্রিকেট

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ, একাদশে যারা আছেন

মেহেদি হাসান মিরাজ। ছবি- গুগল

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ২০২২ সালে অলরাউন্ডারদের মধ্যে পারফরম্যান্সে ধারাবাহিক ছিলেন মিরাজ।

একাদশে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দুজন করে জায়গা পান। একজন করে আছেন বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ের। একাদশের অধিনায়ক নির্বাচিত করা হয় পাকিস্তানের বাবর আজমকে। ক্রিকেট ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও দর্শকের ভোটে এ দল নির্বাচন করে আইসিসি।

এদিকে গত বছর ১৫টি ওয়ানডে ম্যাচ খেলে ২৮.২০ এভারেজে মিরাজের শিকার ২৪টি উইকেট। যেখানে সেরা পারফরম্যান্স ২৯ রানে ৪ উইকেট। এছাড়া ব্যাট হাতে আলো ছড়িয়ে গেছেন মেহদি মিরাজ। এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে ব্যাট হাতে ৩৩০ রান করেন তিনি।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ:

বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম, সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জামপা।

আরও পড়ুন: জমানো সব টাকা গায়েব, নিঃস্ব উসাইন বোল্ট!

ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট