ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের-আইপিএল এবারের আসরে ইতোমধ্যে সাতটি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। এর মধ্যে পাঁচ মাচেই হেরেছে নাইটরা।
আর এতে টেবিলের আট নম্বরে অবস্থান করছে কেকেআর। দেয়ালে পিঠ ঠেকা অবস্থায় আজ বুধবার (২৬ এপ্রিল) বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
এদিকে এ ম্যাচে হারলেই আইপিএলে বিদায়ঘণ্টা বেজে যাবে কলকাতার। এমন অবস্থায় কাকে নিয়ে দল গড়বে কেকেআর? কেননা সাত ম্যাচেই একাধিক পরিবর্তন করেও কাজের কাজ কিছুই হয়নি। তবে দলের কঠিন অবস্থায় আজ একাদশে থাকছেন কারা এ নিয়েই চলছে জোর গুঞ্জন।
আলোচনা চলছে একটা ম্যাচের ভিত্তিতে টাইগার ওপেনার লিটন দাসকে বিচার করা ঠিক হয়নি। কেননা লিটন কলকাতায় আসার আগে ছন্দেই ছিলেন। তাই আজ কোহলিদের বিরুদ্ধে তাকে প্রথম একাদশে ফেরানো হতে পারে।
তবে লিটন এলে বাদ যাবেন কে? এক্ষেত্রে একটাই নাম বলা যেতে পারে তা হলো সুনীল নারাইন। না ব্যাটে, না বলে, সব জায়গাতেই নামের সুবিচার করতে পারেননি তিনি। তবু প্রতি ম্যাচে খেলিয়ে যাওয়া হয় তাকে। এবার বাদের তালিকায় তার নাম বেশি আলোচনায়। এছাড়াও বেঙ্গালুরুর ফাটা উইকেটে এমনিতেই নারাইনের স্পিন কাজে লাগবে না বলেও মনে করা হচ্ছে।
অপরদিকে শার্দূল ঠাকুরকেও দলে ফেরানো যেতে পারে। আরসিবির বিরুদ্ধে আগের ম্যাচে তিনিই জয় এনে দিয়েছিলেন। জগদীশনকে বাদ দিয়ে শার্দূলকে দলে নেয়া যেতে পারে। তখন দলে একটা বোলারও বাড়বে। এছাড়া ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে সুযশ শর্মাও আলোচনায় আছেন।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: জেসন, লিটন, বেঙ্কটেশ/সুযশ, নীতীশ, রিঙ্কু, রাসেল, শার্দূল, সাউদি, বরুণ, হর্ষিত/বৈভব, উমেশ।
আরও পড়ুন: দুটি বিশ্ব আসর সামনে রেখে দুঃসংবাদ পেল ভারত
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৩/এসএ