আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
এই স্কোয়াডে জায়গা পেয়েছেন নতুন দুই টাইগার ক্রিকেটার। তারা হলেন, শাহাদাৎ হোসেন দিপু, মুশফিক হাসান। এছাড়া দলে ফেরানো হয়েছে ব্যাটার জাকির হাসান ও পেসার তাসকিন আহমেদকে।
আগামী ১৪ জুন লিটন দাসের নেতৃত্বে মাঠে নামবে স্বাগতিকরা। ইনজুরির কারণে দলে থাকছেন না টাইগার কাপ্তান সাকিব আল হাসান।
স্কোয়াডে নতুন দুই মুখ:
২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য শাহাদাৎ হোসেন দিপু। প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিষেক ২০২১ সালে।
এছাড়া ২০ বছর বয়সী তরুণ মুশফিক হাসান সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে খেলেছেন।
বাংলাদেশের ১৫ সদস্যের দল:
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।
আরও পড়ুন: টাইগ্রেসদের নতুন কোচ ইয়ান
ক্রিফোস্পোর্টস/৪জুন২৩/এসএ