Connect with us
ক্রিকেট

আফগান সিরিজে আর দেখা যাবে না পেসার এবাদতকে

হাঁটুতে চোট পেয়েছেন পেসার এবাদত হোসেন। ছবি- গুগল

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। এবার শেষ ম্যাচে মান বাচানোর লড়াই। এরপরই দুদিন বিরতি দিয়ে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে।

এদিকে গুরুত্বপূর্ণ সিরিজ সামনে রেখে টাইগারদের শক্তিশালী পেস ইউনিটের অন্যতম পেসার এবাদত হোসেন ছিটকে গেছেন সামনে ম্যাচগুলো থেকে। শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে তাকে দেখা যাবে না।

শনিবার ওয়ানডে সিরিজ হারার ম্যাচে হাঁটুতে চোট পান এই পেসার। নিজের শেষ ওভারে বল করার জন্য রানআপ নেওয়ার সময় অস্বস্তিবোধ করলে ফিজিওর সঙ্গে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এবাদত। এরপর তাকে আর মাঠে দেখা যায়নি।

ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানান, এমআরআই অনুযায়ী এবাদতের ইনজুরি বেশি গুরুতর নয়। আশা করা যাচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে সেরে উঠবেন। এতে টি-টোয়েন্টি সিরিজও মিস করতে পারেন তিনি।

প্রসঙ্গত, আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে ১৪ জুলাই। আর শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১৬ জুলাই। দুটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আরও পড়ুন: বিপিএল জার্সি পরিবর্তন করলেন তামিম ইকবাল

ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট