Connect with us
ক্রিকেট

‘আমাকে আউট করে আমার জার্সিও নিয়ে যাচ্ছিস!’

Virat kholi

ঢাকা টেস্টের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ভারতের কাছে ৩ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। রবিবার চতুর্থ দিনে প্রায় হাতের নাগালে থাকা ম্যাচ হাতছাড়া হয়ে যায় টাইগারদের। ম্যাচে মেহেদী হাসান মিরাজ নেন ৫ উইকেট। এতেও দল না জেতায় তার মুখ ছিল ভার।

মিরাজের সেই মলিন মুখে হাসি ফোটালেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। নিজের একটা জার্সিও উপহার দিয়েছেন মিরাজকে।

এর আগে একদিনের ক্রিকেটে ৭২টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক বিরাট কোহলির কাছে একটা জার্সি চেয়েছিলেন মেহেদী মিরাজ। সেদিন সেটা সম্ভব না হলেও কোহলি সেটা মনে রেখেছিলেন। ঢাকা টেস্ট শেষে নিজেই মিরাজকে ডেকে নিয়ে একটা জার্সি উপহার দিয়েছেন। সেই জার্সিতে অটোগ্রাফ দিয়ে শুভ কামনা জানান কোহলি। মিরাজের সঙ্গে মজাও করেন তিনি।

এদিন জার্সি উপহার পেয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে মিরাজ জানান, কোহলি তাকে হাসতে হাসতে বলেছিলেন, ‘আমাকে আউট করে আমার জার্সিও নিয়ে যাচ্ছিস!’

প্রসঙ্গত, শনিবার ম্যাচের তৃতীয় দিনে বিরাট কোহলিকে মাত্র ১ রানে আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠান মিরাজ।

আরও পড়ুন: ইউসিএল ড্র: ম্যান সিটি-রিয়াল মাদ্রিদ যাদের বিপক্ষে খেলবে

ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২২/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট