চমক রেখেই আয়ারল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড – বিসিবি। ইনজুরির কারণে ১৫ সদস্যের এই দল থেকে বাদ পরেছেন পেসার তাসকিন আহমেদ। তবে দলে প্রথমবারের মতো জায়গা পেলেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।
এছাড়া আসন্ন এই ফিরতি সিরিজেও দলে জায়গা পাননি আফিফ। এছাড়াও ব্যাটার লিটন দাসকে আইপিএলের জন্য এনওসি দিলেও এই সিরিজের দলে আছেন তিনি। এর ফলে, আইপিএল এ যোগ দিলেও আগামী মাসের শুরুতে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে তাকে।
এদিকে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ ইংল্যান্ডের চেমসফোর্ডে ৯, ১২ এবং ১৪ মে অনুষ্ঠিত হবে।
অপরদিকে এই সিরিজটি আয়ারল্যান্ড এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে তিনটি ম্যাচই জিততে হবে আইরিশদের।
বাংলাদেশের ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (৯ এপ্রিল ২০২৩)
ক্রিফোস্পোর্টস/০৯এপ্রিল২৩/এসএ