ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শুক্রবার (৩ মার্চ) মাঠে নামবে। ম্যাচটি শুরু হওয়ার ১৮ ঘণ্টা আগে হঠাৎ টাইগার ব্যাটার শামীম হোসেন পাটোয়ারীকে দলে যুক্ত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে বাংলাদেশের হয়ে ১০টি-টোয়েন্টি খেলা শামীম প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন। এর আগে ইংলিশদের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি দলেও তাখে রাখা হয়েছে।
অপরদিকে ব্যাটিং ব্যর্থতায় সিরজের প্রথম ওয়ানডেতে ভালো করতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। বুধবার মিরপুরে আগে ব্যাট করতে নেমে ২০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে টাইগাররা বোলাররা স্বল্প পুঁজি নিয়ে লড়াই করেছে। কিন্তু ইংলিশ ব্যাটার ডেভিড মালান দুর্দান্ত সেঞ্চুরি করে ৩ উইকেটে ম্যাচ নিজেদের করে নেয়।
কালকের ম্যাচটি হারলেই সিরিজ শেষ হয়ে যাবে টাইগারদের। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে হঠাৎ শামীমকে যুক্ত করার কারণ কেউ খোলাসা করতে চাইছেন না। তবে শোনা যাচ্ছে প্রথম ওয়ানডেতে খেলা একজন ক্রিকেটারের চোটের কারণে শামীমকে নেওয়া হয়েছে।
বুধবার (১ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের দল ঘোষণা করে বিসিবি। যেখানে ২০২১ সালের নভেম্বরের পর ফের সুযোগ পেয়েছেন শামীম। বিপিএলের পারফরম্যান্সের সুবাদে তার জাতীয় দলে ফেরার দরজা খুললেছে।