খাদের কিনারায় দাঁড়িয়ে এভাবে ঘুরে দাঁড়ানো যায়! এভাবেও ম্যাচ যেতা যায়, দেখালো কলকাতা নাইট রাইডারস।
চলমান আইপিএলের ১৩তম ম্যাচে ভারতের আহমেদাবাদের মাটিতে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ফেলা কেকেআর এর শেষ ওভারের নাটকীয় জয় দেখলো দর্শকরা।
শেষ ওভারে হাতে ছিল ৩ উইকেট দরকার ছিল ২৯ রান। মাঠে মূলত ব্যাটার ছিলেন রিংকু সিং, বাকিরা বোলার। শেষ ওভারের আগে পর্যন্ত অনেকে ধরেই নিয়ে ছিলেন ম্যাচটি জিততে যাচ্ছে গুজরাট।
তবে কে জানতো, গুজরাটের অধিনায়ক রশিদ খানের হ্যাটট্রিকে ধ্বংসের প্রান্তে থাকা নাইটদের হয়ে ঝড় তুলবেন বাহাতি তরুণ ব্যাটার রিংকু।
শেষ ৫ বলে গুণে গুণে ৫টি ছক্কা মেরে গুজরাটের সম্ভাব্য জয় ছিনিয়ে নিলেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে জয় পেয়েছে কলকাতা।
এর আগে এদিন শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে গুজরাট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ঝড় তুললেও রশিদ খানের হ্যাটট্রিক এ গুড়িয়ে যায় কলকাতার ব্যাটিং দুর্গ। তবে শেষ ওভারে রিংকু ঝড়ে ৩ উইকেটে জয় পায় কলকাতা নাইট রাইডারস। ম্যাচে ২১ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন রিংকু। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
গুজরাট টাইটান্স: ২০৪/৭ (২০ ওভার)
কলকাতা নাইট রাইডারস: ২০৭/৭ (২০ ওভার)
ফলাফল: কলকাতা ৩ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: রিংকু সিং ৪৮*(২১)
কলকাতায় লিটন:
রবিবার সন্ধ্যার ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে রাতে দলে যোগ দিয়েছেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস।
স্মরণীয় এই ম্যাচটিতে দলের সঙ্গে না থাকলেও আগামী ১৪ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্স এ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতার পরবর্তী ম্যাচে খেলতে পারেন তিনি।
আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে চমক, স্কোয়াডে আছেন যারা
ক্রিফোস্পোর্টস/০৯এপ্রিল২৩/এসএ