টিম বাংলাদেশের সেরা ব্যাটার ও অন্যতম উইকেটকিপার হিসেবেই লিটন কুমার দাসের পরিচয়। ভারতের বিপক্ষে এক দিনের ম্যাচে অধিনায়কও হয়েছিলেন তিনি। তার নান্দনিক ব্যাটিং সবাই দেখেছেন। এবার দেখা গেল বোলার লিটনকে! শুক্রবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে এমন দৃশ্যের দেখা মেলে।
অধিনায়ক সাকিব আর এবাদত হোসেন চোটে পড়ার কারণে বাংলাদেশ বোলার সংকটে থাকে। এমন অবস্থায় তৃতীয় সেশনের শুরুতেই দেখা গেল চমক। লিটনের হাতে বল তুলে দেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম বোলিং করলেন তিনি।
ম্যাচে অফ স্পিন বল করে লিটন প্রথম ওভারে দেন ২ রান। পরে তিনি আরো একটি ওভার করেন। ওই ওভারে দেন ১১ রান। তবে কোনো বাউন্ডারি হজম করতে হয়নি। এছাড়া তার হাত থেকে এক্সট্রা রানও যায়নি। সব মিলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার বল করা লিটনের বোলিং ফিগার ছিল ২-০-১৩-০।
আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: লিওনেল মেসি
প্রসঙ্গত, ভারতের দ্বিতীয় ইনিংস শেষে বাংলাদেশের সামনে ৫১৩ রানের পাহাড়সম টার্গেট।
ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২২/এসএ