ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার জিতেছেন টাইগার ক্রিকেটার-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গেল বছরে সেরা ব্যাটিংয়ের পুরস্কার জিতেছেন তিনি। এছাড়া বর্ষসেরা টেস্ট বোলিংয়ের পুরস্কার জিতেছেন পেসার এবাদত হোসেন।
এদিকে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে তাদের টেস্টে হারের স্বাদ দিয়েছিল টাইগাররা। সেই জয়ের মূল নায়ক ছিলেন এবাদত হোসেন। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের বিপক্ষে ৪৬ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার।
অপরদিকে মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে অনবদ্য ব্যাটিংয়ে সবাইকে চমকে দেন মিরাজ। চাপের মুখে ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও স্বাদ পান টাইগার এই অলরাউন্ডার। ৮৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় তার ১০০ রানের ইনিংসটিতে জিতেছেন সেরা ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কার।
ক্রিকইনফোর বর্ষসেরায় টি-টোয়েন্টি বোলারের পুরস্কার জিতে নিয়েছেন অজি ক্রিকেটার স্যাম কারান। বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ফর্মের কারণে এ পুরস্কার জিতেছেন তিনি। এছাড়া জনি বেয়ারেস্টো জিতেছেন টেস্টের সেরা ব্যাটারের পুরস্কার। তিনি ট্রেন্টব্রিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসটির জন্য এ পুরস্কার জিতেছেন।
এবারের পুরস্কারের জুরি বোর্ডে ছিলেন ডেল স্টেইন, ড্যানিয়েল ভেট্টরি, ইয়ান বিশপ, টম মুডি, লিজা স্তালেকার, ওয়াসিম জাফর, পিটার বোরেন, ফারভিজ মাহরুফ, উরুজ মুমতাজ, নায়াল ও’ব্রায়েন, মার্ক নিকোলাসের মতো বিখ্যাত সাবেক ক্রিকেটাররা।
আরও পড়ুন: ওয়ানডে ক্রিকেটে সাত হাজারি ক্লাবে সাকিব আল হাসান
ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৩/এসএ