ক্রিকেট ব্যাট মূলত ক্রিকেট খেলায় ব্যাটারের হাতে থাকে। এই ব্যাট উইলো কাঠ দিয়ে তৈরি করা হয়। সরু হাতল ও সমতল সম্মুখভাগের ব্যাটটির দৈর্ঘ্য হয় ৩৮ ইঞ্চির কম (৯৬৫ মিমি) এছাড়া প্রস্থ ৪.২৫ ইঞ্চির কম (১০৮ মিমি)।
ক্রিকেট ব্যাট ঐতিহ্যগতভাবেই এক প্রজাতির সাদা উইলো কাঠ থেকে তৈরি করা হয়। জোড়ালো গতির ক্রিকেট বলের আঘাত প্রতিরোধ করতে পারে এটি। এছাড়া এ কাঠ ওজনে হালকা।
আধুনিক ব্যাটগুলো এই কাঠ দিয়ে মূলত কম শ্রমমূল্যের কারণে ভারত বা পাকিস্তান থেকে তৈরি করা হয়। তবে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনেক অভিজ্ঞ ব্যাট প্রস্তুতকারক রয়েছেন।
আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান
ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৩/এসএ