Connect with us
ক্রিকেট

চলতি আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন সাকিব!

টেস্ট দলে যোগ দিতে আইপিএল ছাড়ছেন সাকিব (ছবি- কেকেআর ফেসবুক পেইজ)

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ৮ এপ্রিল পর্যন্ত চলবে। এটি শেষ করে সাকিব কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দেবেন, এটাই ধরে নিয়েছিলেন সবাই। কিন্তু এর মধ্যে এলো নতুন খবর, চলতি আইপিএলের পুরো সিজন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিব নাকি এবারের আইপিএলেই খেলবেন না! দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়েছে এমন খবর। তবে কেন এবারের আইপিএল খেলবেন না? ওই গণমাধ্যমের খবরে বলা হয়, সাকিবকে যেহেতু আইপিএলে বেশিরভাগ সময়ই পাওয়া যাবে না, তাই তার পরিবর্তে অন্য কোনও বিদেশি ক্রিকেটার নিতে চায় কলকাতা নাইট রাইডার্স। আর সাকিবকে সেই অনুরোধ জানানো হয়।

এদিকে চুক্তি যেহেতু হয়েছে। সাকিব চাইলেই সেই অনুরোধ না মানতে পারতেন। জাতীয় দলের খেলা না থাকা সময়গুলোতে যে ম্যাচ পাওয়া যায়, সে সময় কেকেআরে থাকতে চাইতেই পারতেন এই টাইগার অলরাউন্ডার। কিন্তু কেকেআরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের জায়গা থেকে সাকিব তা করতে চাননি।

কেকেআরের সঙ্গে সুসম্পর্কের কারণেই তিনি তাদের প্রস্তাবে রাজি হয়েছেন এবং সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এর ফলেই এবারের আইপিএলে দেখা যাবে না সাকিবকে।

অপরদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের কারণেই শুধু নয়। আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও রয়েছে বাংলাদেশের সামনে। সেই সিরিজটি হবে আগামী ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত। আর আইপিএল শেষ হবে ২৮ মে। এর মানে সাকিব আইপিএলের মাঝের অংশও খেলতে পারবেন না।

এর ফলে সাকিবের বদলে অন্য বিদেশি ক্রিকেটার দলে নিতে চায় কলকাতা। সাকিব তাদের সেই প্রস্তাবে রাজি হয়েছেন। যদিও সাকিবের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সাকিব পুরো আইপিএল থেকে সরে গেলেও কেকেআরে সুযোগ পাওয়া বাংলাদেশের আরেক ক্রিকেটার লিটন দাস নাকি খেলতে চেয়েছেন। বাংলাদেশের ম্যাচ না থাকার সময়টায় আইপিএলে যতটুকু সুযোগ পাওয়া যায়, খেলতে চেয়েছেন তিনি।

আরও পড়ুন: কে হচ্ছেন টাইগারদের কোচ হাথুরুসিংহের সহকারী?

ক্রিফোস্পোর্টস/০৩এপ্রিল২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট