Connect with us
ফুটবল

চ্যাম্পিয়ন মেসি দেশে ফিরেই পেলেন নতুন সুসংবাদ

Messi win world cup
বিশ্বকাপ হাতে মেসি। ছবি- গুগল

কাতার জয় করে বিশ্ব ফুটবলের রাজার মুকুট এখন মেসির মাথায়। জয় নিয়ে বাড়ি ফিরেছেন মেসিরা। মধ্যরাতে লাখো মানুষ রাস্তায় নেমে আসে তাদের বরণ করে নিতে। এছাড়া মেসি-ডি মারিয়াদের বরণে মঙ্গলবার জাতীয় ছুটির ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা সরকার।

এদিকে বিশ্বকাপ জয়ের পর থেকেই মেসির বন্দনায় মেতে আছে পুরো ফুটবল বিশ্ব। আসরে দুর্দান্ত ছন্দে থেকে গোল্ডেন বল জিতেছেন মেসি।

এবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ২০২২-এর সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেব সদ্য বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে নির্বাচিত করেছে।

ক্রীড়াবিদদের সেরা পারফরম্যান্স বিবেচনায় নিয়ে বিবিসি এ পুরস্কার প্রদান করে থাকে। এবার বিশ্বমঞ্চে উজ্জ্বল ছিলেন মেসি। কাতার বিশ্বকাপে ৭ গোলের পাশাপাশি তার অ্যাসিস্ট আছে ৩টি গোলে। এছাড়া বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল করে দেশকে শিরোপা এনে দিতে বড় ভূমিকা রাখেন তিনি।

আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: মাশরাফি বিন মর্তুজা

এদিকে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে মেসি এ পর্যন্ত ১৭২ ম্যাচ খেলে করেন ৯৮টি গোল, অ্যাসিস্ট করেন ৫৫ গোলে। বিশ্বকাপে ২৬ ম্যাচে করেন ১৩ গোল। এছাড়া ৮ গোলে অ্যাসিস্ট করেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে গোলের সেঞ্চুরি থেকে মাত্র দুই গোল দূরে আছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২২/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল