শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছে বিশ্বকাপ। বাদ পড়েছে ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দল। আর দাপট দেখাচ্ছে জিম্বাবুয়ে। তবে টানা নয় ম্যাচ জয়ের পর হার দেখলো সিকান্দার রাজারা। বাছাইপর্বের সুপারসিক্সে শ্রীলংকার কাছে ৯ উইকেটে হেরেছে জিম্বাবুয়ে।
এর আগে গত মে মাসে নেদারল্যান্ডসের কাছে হেরেছিল জিম্বাবুয়ে। এরপর আজ রাত পর্যন্ত ১০টি ম্যাচ খেলেছে। এর মধ্যে নয়টি ম্যাচ জিতেছে।
আজ সুপারসিক্সের ম্যাচে ১৬৫ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। মহেশ থিকসেনা, মাদুশাঙ্কা ও পাথিরানার বলে নাস্তানাবুদ হয়েছে ক্রেইগ আরভিনরা। থিকসেনা ৪টি, মাদুশাঙ্কা ৩টি এবং পাথিরানা ২টি উইকেট লাভ করেন।
ব্যাট হাতে জিম্বাবুয়ের হয়ে আজও আলো ছড়ান শন উইলিয়ামস ও সিকান্দার রাজা। উইলিয়ামস ৫৬ এবং রাজা ৩১ রান করেন।
১৬৬ রানের ছোট্ট লক্ষ্যে খেলতে নেমে কোনো বেগ পেতে হয়নি লঙ্কানদের। ১০২ বলে ১০১ রানের অনবদ্য ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন পাথুম নিশানকা। এ ছাড়া করুনারত্নে ৩০ ও কুশল মেন্ডিস ৩৫ রান করেন।
আরও পড়ুন: বিশ্বকাপ খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের
ক্রিফোস্পোর্টস/২জুলাই২৩/এজে