Connect with us
ক্রিকেট

টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলেন কেন উইলিয়ামসন

টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলেন কেন উইলিয়ামসন
কেন উইলিয়ামসন। ছবি- গুগল

হঠাৎ নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন কেন উইলিয়ামসন। তার দায়িত্ব ছাড়ার পরই নতুন অধিনায়ক বেছে নিয়েছে নিউজিল্যান্ড। টেস্ট ক্রিকেটে কিউইদের নতুন দলনেতা টিম সাউদি। আসন্ন পাকিস্তান সফর থেকে তার কাঁধে থাকবে দল।

এদিকে ৩২ বছর বয়সী এই ব্যাটার টেস্টের নেতৃত্ব ছাড়লেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: আয়ারল্যান্ডের হতাশার দিনে ভাগ্য খুলল দ.আফ্রিকার

উইলিয়ামসন বলেন, সাদা পোশাকে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেওয়া বিশেষ সম্মানের। তবে অধিনায়কত্ব মানেই মাঠ ও মাঠের বাইরে অনেক বেশি কাজের চাপ। তাই জীবনের এ পর্যায়ে এসে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি জরুরি। নিউজিল্যান্ড ক্রিকেটের সাথে এ বিষয়টি নিয়ে আলোচনা করেছি। দুপক্ষই অনুভব করেছি।

প্রসঙ্গত, ২০১৬ সালে ব্রেন্ডন ম্যাককালাম অবসর নিলে টেস্ট দলের অধিনায়কত্ব দেওয়া হয় কেন উইলিয়ামসনকে। তিনি কিউইদের টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দিয়েছেন। এছাড়া ৪০ টেস্টে নেতৃত্ব দিয়ে ২২টিতে দলকে জয় এনে দিয়েছেন উইলিয়ামসন। তার মতো এত বেশি জয়ের হার নিউজিল্যান্ডের আর কোনো টেস্ট অধিনায়কের নেই।

ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২২/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট