চট্টগ্রামের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ভারতের ব্যাটার ইশান কিশান।
শনিবার দুপুর ১২টায় মাঠে জহুর আহমেদ স্টেডিয়ামে মাঠে নামে দুদল।
বিরাট কোহলির সঙ্গে জুটি করে ক্রিজে ঝড় তুলেন তরুণ এ ব্যাটার। ক্যারিয়ারের প্রথম শতক হাকানোর পর শুরু করেন ব্যাটিং তাণ্ডব। ১৩১ বলে ২টি বাউন্ডারি ও ১০টি ওভার বাউন্ডারিতে ২১০ রানের ইনিংস খেলেন ইশান ইশান।
আর এতেই ১২৬ বলে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক হয়ে বিশ্বরেকর্ড গড়েন বাঁ হাতি এই ব্যাটার। এই রেকর্ডটি ছিলো ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের দখলে। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ডাবল-সেঞ্চুরি হাকান গেইল। সেই ম্যাচে ১৪৭ বলে ২১৫ রান করেন গেইল।
এছাড়া ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসটিকে ডাবল শতকে নিয়ে যাওয়া প্রথম ক্রিকেটার হিসেবেও নজির গড়লেন কিশান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে সর্বোচ্চ রান ছিলো জিম্বাবুয়ের চার্লস কভেন্ট্রির দখলে।
আরও পড়ুন: লিটন আর কলকাতায় না ফিরলে যে পরিমাণ টাকা পাবেন
অপরদিকে সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসেবেও ওয়ানডেতে ডাবল-সেঞ্চুরির মালিক হলেন তিনি। আগে এ রেকর্ডটি ছিলো ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬ বছর ১৮৬ দিনে ডাবল-সেঞ্চুরি করেছিলেন রোহিত। আজ ২৪ বছর ১৪৫ দিনে এই রেকর্ড নিজের করে নিলেন কিশান।
ক্রিফোস্পোর্টস/১০ ডিসেম্বর২২/এসএ