ক্রোয়েশিয়ার শক্তিশালী ডিফেন্সকে চূর্ণ করেছেন মেসিরা। ৩-০ গোলে ক্রোয়েটদের উড়িয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আলবিসেলেস্তরা। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে লিওনেল মেসি পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
তবে পুরো ম্যাচে রং ছড়িয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন হুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনার তিনটি গোলেই তার অনেক বেশি অবদান ছিল।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে মেসির কাছ থেকে দুটো পাস পেয়ে দুটোই গোল করে তিনি এখন শিরোনামে।
এদিকে ম্যানচেস্টার সিটির এ স্ট্রাইকার তার স্বপ্নের নায়ক মেসির সঙ্গে খেলতে পেরেই আপ্লুত। দলকে ফাইনালে তোলাই শুধু নয়, গুরু শিষ্যর কাছে ম্যাচটা এর থেকেও বেশি কিছু। ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারানোর দিন মেসি করেছেন একটি গোল আর হুলিয়ান আলভারেজ করলেন দুটি গোল। আর দুটি গোলই করলেন মেসির পাস থেকে।
কে এই হুলিয়ান আলভারেজ? রয়েছে কিছু চমকপ্রদ তথ্য। ম্যাসি ভক্ত থেকে শুরু এখন ইতিহাস। আলভারেজের জন্মস্থান আর্জেন্টিনার ক্যালচিনে। ধর্ম ক্যাথলিক। তার বাবার নাম গুস্তাভো আলভারেজ ও মায়ের নাম মারিয়ানা আলভারেজ। তার দুই ভাই রাফেল ও আগু আলভারেজ।
এক সাক্ষাৎকারে হুলিয়ান আলভারেজ জানান, তার পরিবারের সবাই মেসির ভক্ত। শৈশব থেকে মেসির খেলা দেখে বড় হয়েছেন। তখন থেকেই বাড়ির সদস্যরা চাইতেন আলভারেজ ফুটবল খেলুক। ১০ বছর আগে মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ হয়েছিল তার। সেই ছবিটিই এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। তখন থেকেই চাইতেন জাতীয় দলের হয়ে ফুটবল খেলতে। কাতার বিশ্বকাপে তার ইচ্ছের ষোলকলা পূর্ণ হলো।
আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: লিওনেল মেসি
হুলিয়ান আলভারেজ ২০২১ সালে জাতীয় দলে সুযোগ পান।
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর/এসএ