নারী ফুটবল বিশ্বকাপ থেকে একে একে বিদায় নিয়েছে ২৪টি দল। রয়েছে বাকি আর ৮টি দল। শেষ আটে ওঠার সর্বশেষ লড়াই থেকে বিদায় নিয়েছে জ্যামাইকা এবং মরক্কো।
মঙ্গলবার শেষ ষোলোয় কলম্বিয়া ১-০ গোলে হারিয়েছে জামাইকাকে। অন্য ম্যাচে ফ্রান্স ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মরক্কোকে। মঙ্গলবার ফরাসিদের হয়ে জোড়া গোল করে শেষ আটে ওঠা নিশ্চিত করে দেন দলের ৩৪ বছরের অভিজ্ঞ স্ট্রাইকার ইউজেনি লে সোমে।
অন্য ম্যাচে কলম্বিয়া ১-০ গোলে হারিয়ে দেয় জামাইকাকে। ম্যাচের ৫১ মিনিটে একমাত্র গোলটি করেছেন কাতালিনা উসমে। কোয়ার্টার ফাইনালে শনিবার ফ্রান্স মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। একই দিন কলম্বিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড।
এর আগে শেষ আট নিশ্চিত করেছে স্পেন ও নেদারল্যান্ডস। এই দুদলের খেলা শুক্রবার ১১ আগস্ট। একই দিন দ্বিতীয় কোয়ার্টারে মুখোমুখি হবে জাপান ও সুইডেন। ১২ আগস্ট অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। আর শেষ আটের শেষ ম্যাচে ইংল্যান্ড খেলবে কলম্বিয়ার নারীদের বিরুদ্ধে।
আরও পড়ুন: নেইমারের পিএসজি ছাড়ার খবর, ‘ভুয়া’ বলছেন বাবা
ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৩/এজে/এমএইচ