Connect with us
ফুটবল

নেইমারকে ছাড়াই ব্রাজিলের দল ঘোষণা, নতুন মুখ ৯

কাতার বিশ্বকাপের পর চলতি মাসে প্রথমবারের মতো মাঠে নামবে ব্রাজিল দল। মরক্কোর বিপক্ষে সেই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির অন্তর্বর্তীকালীন কোচ রমেন মেনেজেস। ইনজুরির কারণে জায়গা হয়নি নেইমারের। আর স্কোয়াডে জায়গা পেয়েছেন ৯ তরুণ ফুটবলার।

ঘোষিত এই ২৩ সদস্যের স্কোয়াডে বিশাল পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ। সবশেষ কাতার বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন মোট ১৫ জন ফুটবলার। বিশ্বকাপে খেলা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ব্রুনো গিমারেসকেও দলে রাখা হয়নি। বাদ পড়েছেন লিভারপুলের গোলকিপার অ্যালিসন বেকারও।

এদিকে ৯ জন তরুণ ফুটবলারের মধ্যে রয়েছেন দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দলের পাঁচ জন। তারা হলেন- গোলরক্ষক মাইকেল, ডিফেন্ডার আর্থার, রবার্ত রেনান, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও ফরোয়ার্ড ভিতোর রোকি। এছাড়া রয়েছেন- আন্দ্রে, জন গোমেজ, রাফায়েল ভেগা ও রনি।

২৩ সদস্যের ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: এডারসন, মাইকেল ও ওয়েভারটন।

ডিফেন্ডার: আর্থার, এমারসন রয়্যাল, অ্যালেক্স টেলেস, রেনান লোদি, ইবানেজ, এডার মিলিতো, মারকুইনহোস ও রবার্ট রেনান।

মিডফিল্ডার: ক্যাসেমিরো, আন্দ্রে সান্তোস, আন্দ্রে, জোয়াও গোমেস, লুকাস পাকুয়েতা ও রাফায়েল ভেইগা
ফরোয়ার্ড: অ্যান্টনি, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রনি ও ভিটর রোকে

(ক্রিফোস্পোর্টস/০৪মার্চ/এমএম)

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল