গেল কাতার বিশ্বকাপে বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো দলকে হারিয়ে সবাইকে চমক দিয়েছিল মরক্কো। এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে দিয়ে ইতিহাসই গড়ে ফেলল আফ্রিকার দেশটি।
রবিবার (২৬ মার্চ) ভোর রাতে ঘরের মাঠ টাঙ্গিয়েরের ইবনে বতুতা স্টেডিয়ামে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে মরক্কো।
এদিকে লাতিন জায়ান্টদের বিপক্ষে এটাই মরক্কোর ইতিহাসে প্রথম জয়।
অপরদিকে কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর এই প্রথম মাঠে নামে ব্রাজিল। তবে চোটের কারণে ম্যাচটিতে ছিলেন না ব্রাজিল দলের সেরা তারকা নেইমার।
ম্যাচের ২৯ মিনিটেই বাওফলের গালে প্রথমে এগিয়ে যায় মরক্কো। পরে ৬৭ মিনিটে কাসিমিরোর গোলে সমতায় ফিরে ব্রাজিল। এরপর গোলের দেখা পেতে দুদলই আক্রমণ ও পাল্টা আক্রমণ চালায়। কিন্তু ম্যাচের ৭৯ মিনিটে আবদেলহামিদ সাবিরির গোলে ২-১ লিড নেয় মরক্কো। শেষ পর্যন্ত ১ গোলে এগিয়ে থেকেই ম্যাচ শেষ করে স্বাগতিকরা।
আরও পড়ুন: বাংলাদেশের জার্সিতে বর্ণিল অভিষেক এলিটা কিংসলের
ক্রিফোস্পোর্টস/২৬মার্চ২৩/এসএ