পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শুভ সূচনা পেয়েছে টাইগার সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের পেশোয়ার জালমি। দলটি নিজেদের প্রথম ম্যাচে করাচি কিংসকে ২ রানে হারিয়েছে।
মঙ্গলবারের ম্যাচে করাচিতে আগে ব্যাট করতে নেমে টম কোহলের-ক্যাডমোরের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫ উইকেটে হারিয়ে ১৯৯ রানের সংগ্রহ পায় সাকিবের পেশোয়ার জালমি। এর জবাবে ৫ উইকেটে ১৯৭ রান থাকে করাচি কিংসের রানের চাকা।
১৯৯ রানের জবাব দিতে ব্যাটিংয়ে নেমেই দলীয় ১ রানে উইকেট হারায় করাচি। ওয়াহাব রিয়াজের বলে গোল্ডেন ডাক মারেন শারজিল খান। পরে করাচির প্রথম চার ব্যাটার মিলে করেন ৪২ রান। পরে শুরুর ধাক্কা সামাল দিয়ে প্রতিরোধ গড়ে তোলেন ইমাদ ওয়াসিম ও শোয়েব মালিক।
এই দুই ব্যাটার মিলে দলীয় সংগ্রহে ১৩১ রানের জুটি গড়েন। ৩৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫২ রান করেন মালিক। ৪৭ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন করাচি অধিনায়ক ইমাদ।
ম্যাচে পেশোয়ার জালমির ওয়াহাব রিয়াজ ও জেমস নিশাম ২টি করে উইকেট পান। এছাড়া একটি উইকেট নেন সালমান ইরশাদ। এছাড়া ৩ ওভার করে ৩২ রান দিয়ে কোনো উইকেট পাননি অলরাউন্ডার সাকিব আল হাসান।
অপরদিকে এদিন টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পেশোয়ার জালমিরও। দলীয় ১৬ রানে দুই উইকেট হারিয়ে ফেলে তারা। পরে তারাও শুরুর ধাক্কা সামলে ১৩৯ রানের জুটি গড়েন বাবর আজম ও টম কোহলের-ক্যাডমোর।
বাবর ৪৬ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৮ রান করেন। ম্যাচে ১ বলে ১ রান নিয়ে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।
আর পড়ুন: পিএসএলে সাকিব: দুপুরে গিয়ে রাতেই খেলতে নামলেন
ক্রিফোস্পোর্টস/১৫ ফেব্রুয়ারি২৩/এসএ