আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। আজ মাঠে গড়িয়েছে দ্বিতীয় ম্যাচ। টস জিতে ফিল্ডিং করছে টাইগাররা। আর গ্লাভস হাতে মাঠে নেমেই দারুণ একটি রেকর্ড গড়েছেন মুশফিকুর রহীম। প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০টি ওয়ানডে ম্যাচ খেলার কীর্তি গড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
আজ থেকে ১৭ বছর আগে ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছিল মুশফিকের। ওই ম্যাচে বাংলাদেশ জিতলেও ব্যাটিংয়ে নামা হয়নি মুশির। খালেদ মাসুদ পাইলট দলে থাকায় ছিলেন ব্যাটারের ভূমিকায়।
বর্তমানে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন মুশফিক। অভিষেকের ৩ বছর পর ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলেন মুশফিক। আর শততম ওডিআই খেলেন অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
২০১৫ সালের জুনে ১৫০তম ওয়ানডে খেলেছিলেন এই ব্যাটার। ভারতের বিরুদ্ধে সেই ম্যাচে জিতেছিল বাংলাদেশ। মুশফিকের পারফর্মও ছিল জ্বলজ্বলে। আর ২০০তম খেলেন ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে।
বাংলাদেশের হয়ে মুশফিক ছাড়াও দুশোর বেশি ম্যাচ খেলেছেন আর চারজন। মুশফিক ছাড়া পঞ্চপাণ্ডবের বাকি চারজন তামিম ইকবাল (২৪১), সাকিব আল হাসান (২৩৪*), মাহমুদউল্লাহ (২১৮) ও মাশরাফি বিন মুর্তজা (২১৮)।
আরও পড়ুন: তামিম ফেরায় পাপনের স্বস্তি প্রকাশ
ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৩/এজে