Connect with us
ফুটবল

প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশি ক্লাবের কোচ হলেন বিদ্যুৎ

আজমল হোসেন বিদ্যুৎ। ছবি- গুগল

প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশের কোনো ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পাওয়ার কৃতিত্ব গড়েছেন আজমল হোসেন বিদ্যুৎ। থিম্পু রাভেন এফসি নামে ভুটানের একটি ক্লাবের দায়িত্ব পেয়েছেন তিনি। থিম্পু রাভেন এফসি ভুটান প্রিমিয়ার লিগের ক্লাব। বিদ্যুৎ বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও ‘এ’ লাইসেন্সধারী কোচ।

জানা গেছে, মাসে মাসে ৫০ হাজার রুপি বেতনে ক্লাবটির সাথে চুক্তিবদ্ধ হয়েছে৷ বিদ্যুৎ।

পাইওনিয়ার লিগের ক্লাব মাতুয়াইল উদয়ন সংঘের জার্সিতে ১৯৯২-৯৩ মৌসুমে ঢাকার ফুটবলে অভিষেক হয়েছিল বিদ্যুতের। আরামবাগ ক্রীড়া সংঘে খেলার মধ্য দিয়ে শুরু হয় তার ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের পথ চলা। এরপর খেলেছে ফরাশগঞ্জ, আবাহনী, আরামবাগ, মুক্তিযোদ্ধায়।

বিদ্যুৎ ১৯৯৬ সালে এশিয়ান অনূর্ধ্ব-১৬ কোয়ালিফাইংয়ের দলে সুযোগ পেয়ে দারুণ পারফর্ম করেছিলেন। ওই টুর্নামেন্ট খেলেই আরামবাগ ক্রীড়া সংঘের নজরে পড়েন তিনি। এরপর ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের জন্য ২০০৪ সালে তিনি জাতীয় দলে খেলেছেন।

ফেনী সকার ক্লাবের হয়ে ২০১৬ সালে শেষ বারের মতো প্রিমিয়ার লিগ খেলেছেন। ২০১৭ সালে প্রথম বিভাগের দল স্বাধীনতা ক্রীড়া চক্রে কোচ কাম খেলোয়াড় হিসেবে ছিলেন। এরপর কোচিং লাইসেন্স করে আরামবাগ ক্রীড়া সংঘের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: জিম্বাবুয়েকে উড়িয়ে বিশ্বকাপ নিশ্চিত করল শ্রীলঙ্কা

ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৩/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল