বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের জন্ম ১৯৮৭ সালের ২৪ মার্চ। সাকিব বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। বাংলাদেশের হয়ে খেলা সেরা ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার। দীর্ঘ ১০ বছর ধরে শীর্ষ অল-রাউন্ডারের রেকর্ডের অধিকারী সাকিব।
২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক হয়। সাকিব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)- এর একজন প্রাক্তন শিক্ষার্থী।
সাকিব ২০১৫ সালের জানুয়ারিতে আইসিসির খেলোয়াড়দের র্যাংকিংয়ে টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি প্রত্যেক ক্রিকেট সংস্করণে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে এক নম্বর অল-রাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেছেন।
সাকিব আল হাসান বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডারের মধ্যে একজন, যিনি একই সঙ্গে দীর্ঘদিন তিন ফরমেটের (টেস্ট, ওয়ান-ডে, টি-টোয়েন্টি) ক্রিকেটের নাম্বার ওয়ান অলরাউন্ডার হিসাবে ছিলেন। ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড শুধুমাত্র সাকিবের। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব ফরমেটে অধিনায়কের দায়িত্ব পালন করেন।
ব্যক্তিগত জীবন:
২০১২ সালের ১২ ডিসেম্বর সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঢাকার হোটেল রূপসী বাংলায় তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন খেলোয়াড় উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি দুই কন্যা সন্তান এবং এক পুত্র সন্তানের জনক।
আরও পড়ুন: অবসর নিয়ে কী করতে চান জানালেন আশরাফুল
ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৩/এসএ