ফুটবল ম্যাচে লাল ও হলুদ কার্ড দেখেছেন সবাই। তবে পর্তুগালে একটি ম্যাচে রেফারি দেখিয়েছেন সাদা কার্ড। উইমেনস কাপে স্পোর্তিং লিসবন ও বেনফিকার নারী দলের মধ্যকার একটি ম্যাচে এমন ঘটনাই দেখল দর্শকরা।
এদিকে হলুদ বা লাল কার্ড রেখে কেন সাদা কার্ড দেখালেন রেফারি? এটিও জানা গেছে। স্পোর্তিং লিসবন ও বেনফিকার ম্যাচ চলাকালীন বিরতির কিছুক্ষণ আগে ডাগআউটে একজন অসুস্থ হয়ে যায়। তখন দুদলের মেডিকেল স্টাফরা তার চিকিৎসা করিয়েছেন। সে সময় তাদের উদ্দেশে ওই সাদা কার্ড দেখান রেফারি কাতারিনা কাম্পোস। ফেয়ার প্লে-কে স্বীকৃতি দিতে এবং এতে উৎসাহ দিতেই এমনটি করেছে তিনি।
অপরদিকে এ বিষয়টি ভালো লেগেছে স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শকদের কাছেও। তাই তুমুল করতালির মাধ্যমে রেফারিকে অভিনন্দন জানিয়েছেন দর্শকরা। রেফারিকে সাদা কার্ড তুলে ধরতে দেখে অবাক হলেও পরে তারা ইতিহাসের সাক্ষী হতে পেরে আপ্লুত হয়েছেন।
আরও পড়ুন: বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা
ক্রিফোস্পোর্টস/২৪জানুয়ারি২৩/এসএ