কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে হ্যাটট্রিক জয়ে আর্জেন্টিনার যুবারা সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। বুধবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ৩-১ গোলে পরাজিত করে সেমিতে পা দেয় মেসি-মার্টিনেজদের উত্তরসূরীরা। অপরদিকে ব্রাজিলও উরুগুয়েকে ৭-১ গোলে পরাজিত করে সেমির টিকিট কেটে রাখে।
তাই বৃহস্পতিবার দুদলের ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। তবে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হলে তা পরিণত হয় ‘সুপার ক্লাসিকোতে’। হোক সেটা যুবাদের ম্যাচ। বৃহস্পতিবারও তাই হলো। বাংলাদেশ সময় রাত ৩টায় (স্থানীয় সময় বিকাল সোয়া ৪টায়) মাঠে গড়ানো ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
রোমাঞ্চকর লড়াইয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কেউ না জিতলেও দুদলের সমান পয়েন্টের খাতায় গোল ব্যবধানে এগিয়ে থেকে বি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।
এদিন ম্যাচের শুরুতে দিয়াজের গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে লিড বেশি সময় ধরে রাখতে পারেনি সেলেসাওরা। ব্রুনো বেটোনির গোলে ম্যাচে সমতা ফেরে আলবিসেলেস্তরা। পরে জয় পেতে মরিয়া দুদল আক্রমণ ও পাল্টা আক্রমণ করে ম্যাচের রোমাঞ্চ জমিয়ে দেয়। তবে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কেউ। ১-১ সমতায় ম্যাচটি ড্র হয়।
আরও পড়ুন: হ্যাটট্রিক জয়ে ফুটসাল টুর্নামেন্টের সেমিতে আর্জেন্টিনার যুবারা
ক্রিফোস্পোর্টস/২৩জুন২৩/এসএ