বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় এবারের আসরেও ‘অপ্রতিরোধ্য’ বাংলাদেশ। শিরোপা ধরে রাখার লক্ষ্যে নেপালের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলে আসরে টানা তৃতীয় জয় তুলে নিল লাল সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার ঢাকার পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র এই ম্যাচে তিনটি লোনাসহ নেপালকে ৪০-২৪ পয়েন্টে দাপুটে জয় তুলে নেয় স্বাগতিকরা। এদিন ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ২১-৯ পয়েন্টে।
এদিকে এ জয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন রাসেল হাসান। প্রতিপক্ষের রেইড নস্যাতে চমৎকার নৈপুণ্যে প্রদর্শন করেছেন এ ডিফেন্ডার। এছাড়া আগের দুম্যাচে বাংলাদেশ পোল্যান্ডকে ৫০-২২ এবং আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে হারিয়েছে।
টানা তিন ম্যাচ জয়ে সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বাংলাদেশের সামনে। আর তিন ম্যাচের দুটিতেই হেরে শেষ চারে যাওয়া কঠিন হয়ে গেল নেপালের কাছে।
বাংলাদেশের পরের ম্যাচ শুক্রবার (১৭ মার্চ)। এবার প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
আরও পড়ুন: রোনালদোর পর্তুগাল ক্যারিয়ার কী? সিদ্ধান্ত আসছে…
ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৩/এসএ