Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ সরাসরি দেখা নিয়ে শঙ্কা কাটল

বাংলাদেশ ও আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দলের লোগো (ছবি- গুগল)

ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সম্প্রচার নিয়ে জটিলতায় এই সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখা নিয়ে ছিল অনিশ্চয়তা।

তবে গত শনিবার সিরিজটি সরাসরি সম্প্রচার করার কথা জানিয়েছে প্রিমিয়ার স্পোর্টস। কিন্তু এই প্রতিষ্ঠান শুধুমাত্র আয়ারল্যান্ডে খেলা সরাসরি সম্প্রচার করবে। এর ফলে বাংলাদেশে কোনো টিভিতে সরাসরি ম্যাচ দেখা যাবে না।

এমন পরিস্থিতিতে টাইগারদের খেলা সরাসরি দেখা নিয়ে হতাশার মধ্যে ছিল বাংলাদেশের সমর্থকরা।

এবার টাইগার ভক্তদের জন্য খুশির সংবাদ নিয়ে এসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসি টিভি অ্যাপসে ফ্রিতেই খেলা দেখা যাবে। তথ্যটি নিশ্চিত করেছে খুদ আইসিসি।

ম্যাচ সূচি: চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে গড়াবে সবকটি ম্যাচ। প্রথম ম্যাচ ২ মে, দ্বিতীয় ম্যাচ ১২ মে, তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ১৪ মে।

এদিকে সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে আইরিশরা। আর এগেই সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে রেখেছে বাংলাদেশ।

আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপের আট দল চূড়ান্ত

ক্রিফোস্পোর্টস/৮মে২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট