দীর্ঘদিন পর বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। তাদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সোমবার ঘরের মাঠে সেই সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচিতে দেখা যায়, আগামী ১২ মার্চ ঢাকা পৌঁছাবে আয়ারল্যান্ড। ১৫ মার্চ সিলেটে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আইরিশরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৮ মার্চ মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। এরপর ২০ ও ২৩ মার্চ একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ওয়ানডে।
এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রাম যাবে দুদল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ মার্চ মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ। পরে ঢাকায় দুদল খেলবে সফরের একমাত্র টেস্ট ম্যাচ।
এদিকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানান, ‘ভারত এবং ইংল্যান্ডের মতো ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজও উচ্ছ্বসিত হওয়ার মতো বিষয়। ব্যস্ত সূচির মধ্যে এই সিরিজটি প্রমাণ করে, দুই বোর্ডের মধ্যে সম্পর্ক খুবই দৃঢ়।’
আয়ারল্যান্ডের বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিওট্রন এক বার্তায় জানান, ‘তিন ফরম্যাটে বাংলাদেশে আয়ারল্যান্ড ৭টি ম্যাচ খেলবে, প্রায় এক মাসের এই সূচিটি চূড়ান্ত করার জন্য এবং সিরিজের বিষয়ে সহযোগিতা করায় বাংলাদেশ ক্রিকেটকে অনেক ধন্যবাদ।’
আরও পড়ুন: জমানো সব টাকা গায়েব, নিঃস্ব উসাইন বোল্ট!
ক্রিফোস্পোর্টস/২৩জানুয়ারি২৩/এসএম