বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) এবারের আসরের ফাইনাল ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলনেতা ইমরুল কায়েস। এদিকে টস হেরে এখন ব্যাট করছেন সিলেট স্ট্রাইকার্স।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এবারই প্রথমবার ফাইনালের টিকিট পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। আর ফাইনালে উঠার পর প্রথম শিরোপা চোখ রয়েছে স্ট্রাইকার্সদের। দলটির নেতৃত্বে রয়েছে বাংলাদেশের সাবেক দলনেতা মাশরাফি বিন মর্তুজা।
এদিকে চারবার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর আগের তিনবার ফাইনালে উঠে তিনবারই শিরোপা জিতেছে দলটি। ইমরুল কায়েসরা চাইছেন শিরোপা ধরে রাখতে।
সিলেট একাদশ:
তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), জাকির হাসান, রায়ান বার্ল, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, জর্জ লিন্ডে, তানজিম হাসান সাকিব, লুক উড,
কুমিল্লা একাদশ
লিটন দাস, সুনিল নারিন, জনসন চার্লস, ইমরুল কায়েস (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মঈন আলি, জাকের আলি, আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ।
আরও পড়ুন: বিপিএলে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে জেনেনিন
ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি/এমএম