বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাকিস্তানের তারকা ক্রিকেটারদের ব্যাটিং-বোলিংয়ের দাপটে মেতে উঠেছিল নবম আসর। তবে হঠাৎ বিপিএলের মাঝপথেই ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি জং জানিয়েছে, পিসিবি বিপিএলে খেলা ক্রিকেটারদের দেশে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে।
জানা যায়, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তি করা খেলোয়াড়দের আগামী ২ ফ্রেব্রুয়ারির মধ্যে দেশে ফিরতে হবে। ফ্রাঞ্চাইজিগুলোর আবেদনের ভিত্তিতে পিসিবি এমন নির্দেশনা দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো চায় তাদের খেলোয়াড়রা পিএসএলের জন্য প্রস্তুতি এখন থেকে শুরু করুক।
এদিকে পিসিবি বলছে, পিএসলে থাকা খেলোয়াড়দের আগামী ৮ ফ্রেব্রুয়ারি পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছিল তবে হঠাৎ ফ্রাঞ্চাইজিগুলোর আবেদনের কারণে একটু আগেই তাদের দেশে ফিরতে বলা হলো।
এবারের বিপিএলে পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছেন। তাদের মধ্যে হারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, নাসিম শাহ, ইফতিখার আহমেদ, আজম খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিক, হাসান আলি উল্লেখযোগ্য।
প্রসঙ্গত, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে পিএসএলের অষ্টম আসর। উদ্বোধনী ম্যাচটি মুলতান স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও মুলতান সুলতানদের মধ্যে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: সৌম্যর ব্যাটে ঝড়!
ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৩/এসএ