দীর্ঘ ৩৬ বছর পর মেসির হাত ধরে বিশ্বকাপ ট্রফি বাড়ি ফিরেছে। সেই আনন্দে আত্মহারা আর্জেন্টিনার মানুষ। সোনালী ট্রফি নিয়ে বীরের বেশে দেশে ফিরেছেন ম্যারাডোনার উত্তরসূরিরা। উৎসবমুখর পরিবেশে মেসি-মার্তিনেসদের স্বাগত জানিয়েছে লাখো মানুষ।
কাতারের লুসাইল স্টেডিয়ামে গত রবিবার রোমাঞ্চ ছড়ানো ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়ে আর্জেন্টিনার বাধভাঙা উদযাপনের শুরু। স্কালোনি স্কোয়াড ছাড়িয়ে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এর অলিগলিতে উৎসব ছড়িয়ে পরে।
এর আগে ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার নৈপুণ্যে সোনালী ট্রফির স্বাদ পেয়েছিল দেশটির মানুষ। সোনায় মোড়ানো ট্রফিটাকে বীরদের হাতে দেখার সুযোগ হারাননি কেউ।
স্থানীয় সময় রাত আড়াইটায় বুয়েন্স এইরেসের বিমানবন্দরে অবতরণ করে মেসিদের বিমান। এরপর জনতার উল্লাস দেখে কে! ছাদখোলা বাসে চড়ে পুরো আর্জেন্টিনা দল সমর্থকদের ভিড়ের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে। সবার গলায় সোনার মেডেল হাতে বিশ্বকাপ ট্রফিটা। উড়ছিল দেশের পতাকা। এ যেন অন্যরকম এক জগত।
এদিকে বিশ্বকাপজয়ী দলের আগমন উপলক্ষ্যে মঙ্গলবার জাতীয় ছুটি ঘোষণা করে দেশটির সরকার। বিশ্বকাপ জয়ের উদযাপনের কেন্দ্রস্থল হয় ঐতিহাসিক স্মৃতিস্তম্ব ওবেলিস।
অপরদিকে কাতারের দোহা ফাইনালের আগেই এক টুকরা বুয়েনস এইরেস হয়ে উঠেছিল। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর যেন আরও বেশি। লুসাইল থেকে ছাদখোলা বাসে করে মেসিরা কাতার বিশ্ববিদ্যালয়ে নিজেদের বেজক্যাম্পে যাওয়ার পথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা আর্জেন্টাইন সমর্থকেরা গর্জন করে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নদের। ঢাকঢোল ও আতশবাজিতে চলে আর্জেন্টিনার বিজয় মিছিল।
বেজক্যাম্পে ফিরেও মেসিরা ভোররাত পর্যন্ত উদ্যাপন করেছেন নিজেদের মতো। টিম ডিনার শেষে আরও এক দফা চলেছে নাচ-গান, আড্ডা।
১৯৮৬ সালের পর আরো দুবার ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। দুবারই শিরোপার খুব কাছে গিয়ে আলবিসেলেস্তদের হৃদয় ভাঙে। ১৯৯০ একবার স্বপ্ন ভাঙে এরপর ২০১৪ আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে জার্মানির কাছে হেরে যায় মেসিরা। দুইবারই ১-০ গোলে হৃদয় ভাঙে।
আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: মাশরাফি বিন মর্তুজা
এবার পুরনো সব হতাশা মুছে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটি নির্ধারিত সময় শেষে ২-২ গোলে ড্র হয়। পরে অতিরিক্ত সময় শেষে ৩-৩ সমতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এ ম্যাচে দুটি গোল করেন লিওনেল মেসি। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে দীর্ঘ আক্ষেপ ঘুচে।
ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২২/এসএ