বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারতে নয় বাংলাদেশে খেলতে পারে পাকিস্তান! আসন্ন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে এমন পরিকল্পনাই চলছে। কারণ এবারের আয়োজক দেশ ভারত। কিন্তু দুদেশের রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান ভারতে খেলতে যেতে নারাজ। আর এতেই এ উপায় নিয়ে চলছে আলোচনা।
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, আসন্ন বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো পাকিস্তান বাংলাদেশে খেলতে পারে। এটা নিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসির উচ্চ পর্যায়েও আলোচনা চলছে।
সপ্তাহ খানেক আগে আইসিসির সভায় এ প্রসঙ্গ উঠে। কেননা চলতি বছর অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ হবে। এর আগেই সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে।
ইতোমধ্যে ভারত জানিয়েছে, তারা পাকিস্তানে খেলতে যাবে না। নিরপেক্ষ ভেন্যুতে ভারতের ম্যাচগুলো আয়োজনের প্রস্তাব দিয়েছে তারা। এবার ভারত বিশ্বকাপ নিয়েও তেমন দাবি করেছে পাকিস্তান।
তাদের কথা, ভারত যদি পাকিস্তানে খেলতে না যায়, তবে পাকিস্তানও ভারতের মাটিতে খেলতে যাবে না। সেক্ষেত্রে বিকল্প হিসেবে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো বাংলাদেশে আয়োজন করা যেতে পারে।
এদিকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি। কিন্তু পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু বাংলাদেশে হওয়ার জোর সম্ভাবনাই দেখা যাচ্ছে।
আরও পড়ুন: আন্তর্জাতিক টি-টোয়েন্টির নতুন রেকর্ড বুকে সাকিব
ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৩/এসএ