Connect with us
ফুটবল

ভুটানকে হারিয়ে ভারতে ঈদ করতে চায় জামালরা

ভারতের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ছবি- গুগল

জিতলে সেমির স্বপ্ন হারলে বিমানের টিকিট। এমন সমীকরণে আজ বুধবার ভারতের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আজ জিতলে জামালরা সেখানে আনন্দে ঈদ করবেন। আর হেরে গেলে ফিরবেন ঢাকায়।

তবে লাল-সবুজের জার্সিধারীরা সাফের ট্রফি নিয়ে ৪ জুলাইয়ের পরই দেশে ফিরতে চান। তবে এখন জামালদের সামনে ভুটান বাধা।

এদিকে এবারের সাফ মিশনে শুরুতে লেবাননের কাছে হোঁচট খাওয়া দলটি পরেই ম্যাচেই মালদ্বীপকে উড়িয়ে দিয়ে উজ্জীবিত হয়। এখন সেমির দৌড়ে নাম লেখাতে ভুটানের বিপক্ষে জিততেই হবে। তবে মাঠে নামার আগে বাংলাদেশের জন্য শাপে বর আজ বিকালের ম্যাচ।

লেবানন-মালদ্বীপের এই ম্যাচের ফলাফল দেখে বাংলাদেশ নির্ধারণ করতে পারবে তাদের করণীয়। সেই ম্যাচ ড্র হলে বাংলাদেশকে জিততেই হবে। আর মালদ্বীপ যদি লেবাননকে হারিয়ে দেয় তবে বাংলাদেশকে বেশি গোলে জিততে হবে।

এছাড়া বাংলাদেশের শক্তি ইতিহাস। সাফে বাংলাদেশ ও ভুটান এখন পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে। এতে বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচেই জেতেনি ভুটান। আর এখান থেকেই আত্মবিশ্বাসের রসদ নিয়ে আজ দেশটির মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে বাংলাদেশের চিন্তার আকাশে ভাঁজ ফেলেছে ফিফা র‍্যাংকিং। কেননা বাংলাদেশের অবস্থান (১৯২) ও ভুটান (১৮৫)। তবে সব শঙ্কা উড়িয়ে এবারের সাফ মিশন সফলের স্বপ্ন দেখছে বাংলাদেশ। টানা ৫ সাফের গ্রুপ পর্ব থেকে বিদায়ের কষ্ট বিদায় করতে চায় জামালরা।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সফর সূচি চূড়ান্ত, উচ্ছ্বসিত মার্টিনেজ যা বললেন

ক্রিফোস্পোর্টস/২৮জুন২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল