Connect with us
ফুটবল

মহারণে মহাকাব্য এখনো বিশ্বাস হচ্ছে না মেসির

argentina win world cup
বিশ্বকাপ হাতে মেসি। ছবি- গুগল

দেশের ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়েছেন ফুটবলের জাদুকর, নিজের ফুটবল ক্যারিয়ারের শেষ প্রানে ৩৫ বছর বয়সী লিওনেল মেসি আর্জেন্টিনাকে এনে দিয়েছেন ট্রফি। রুদ্ধশ্বাস লড়াই শেষে ফুটবলের রাজা হয়েছেন মেসি। রাজার মাথা গেছে মুকট। ক্যারিয়ারের একেবারে শেষ প্রান্তে এর চেয়ে বেশি আর কীইবা চাওয়া থাকতে পারে।

এদিকে ম্যাচ শেষে সতীর্থ এবং পরিবারের সঙ্গে জীবনের সবচেয়ে খুশির মহুর্তটি ভাগ করে করে নেন মেসি। একইসঙ্গে ধন্যবাদ জানান তার সকল ভক্তদের। তবে বিশ্বকাপ জয়ের পর প্রথমবার কী বলেছেন তিনি?

স্বপ্নের নায়কের হাত কাপ দেখার আনন্দে আত্মহারা গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের ধন্যবাদ জানিয় সামাজিক মাধ্যমে দীর্ঘ একটি পোস্ট করেন লিওনেল মেসি। তিনি লেখেন, বিশ্বচ্যাম্পিয়ন!! কতবার আমি স্বপ্নে তাকে দেখেছি। ঠিক এ স্বপ্নটাই আমি দেখেছি। আমি মনেপ্রাণে এই দিনটা দেখতে চেয়েছিলাম। অনেকবার হেরেছি। কিন্তু, হার মানিনি। এখনও বিশ্বাসই করতে পারছি না। আমরা জিতে গিয়েছি।

আরও পড়ুন: প্লেয়ার্স বায়োগ্রাফি: মাশরাফি বিন মর্তুজা

মেসি লিখেন, আমার পরিবার, আমার অনুরাগী ও বাকি যারা আমার উপর বিশ্বাস রেখেছিলেন, তাদেরকে ধন্যবাদ। আমরা যে লক্ষ্য নিয়েছিলাম, সেটা পূরণ করেছি। এ সাফল্য পুরো দলের। সকলে মিলে এই স্বপ্নটা দেখেছিলাম। আর্জেন্তিনার জন্য এই স্বপ্নপূরণ করতে পেরেছি।

ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২২/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল