Connect with us
ফুটবল

মার্টিনেজের সাক্ষাৎ না পেয়ে ক্ষুব্ধ ফুটবলাররা

বাংলাদেশ ফুটবল দল। ছবি- বাফুফে।

এগারো ঘন্টার ছোট্ট সফরে বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। তবে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা তার সাথে দেখা করারা সুযোগ পাননি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফুটবলাররা।

সাফের খেলা শেষ করে সোমবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ জাতীয় দল। তারা পৌঁছানোর কিছু সময় পরেই দেশ ছাড়েন এমি। ফলে তার সাথে দেখা হয়নি জিকোদের।

বিমান বন্দরে পৌঁছে জাতীয় দলের গোলরক্ষক জিকো বলেন, ‘দেখা হলে কিছু টিপস নিতাম। বাংলাদেশে আসল দেখা হলো না। আর কখনো দেখা হবে কিনা তাও জানি না। ফেডারেশনের মাধ্যমে আসলে বা ফেডারেশনে যোগাযোগ করলে হয়তো আমরা ফুটবলাররা সুযোগ পেতাম সাক্ষাতের।’

বাজপাখির খ্যাত মার্টিনেজকে ঢাকায় এনেছিল একটি আইটি কোম্পানি। তবে তাদের আমন্ত্রিত অতিথির তালিকায় ফুটবলারা ছিলেন না। এ নিয়ে প্রশ্ন করা হলে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, ‘বাংলাদেশ দল ভারতে। জাতীয় ফুটবলাররা দেশে থাকলে অবশ্যই আমরা তাদের আমন্ত্রণ জানাতাম।’

আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপ: যে কারণে ভারতে প্রতিনিধি পাঠাতে যাচ্ছে পাকিস্তান

ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৩/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল