লিওনেল মেসির রেকর্ডের দিনে লিগ ওয়ানে রেকর্ড শিরোপা জিতল পিএসজি। প্যারিস সেইন্ট জার্মেই-পিএসজি এ নিয়ে রেকর্ড ১১টি লিগ ওয়ান শিরোপা ঘরে তুলেছে।
পিএসজির শিরোপা নিশ্চিত করতে এ ম্যাচে প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। তাই স্ট্রাসবুর্গের বিপক্ষে ম্যাচটিতে ড্র হলেও শিরোপা নিশ্চিত হবে এমন সমীকরণে ম্যাচ মাঠে গড়ালে হলোও তাই।
শনিবার রাতে স্ট্রাসবুর্গের মাঠে লিগের ৩৭তম ম্যাচটি ১-১ গোলে ড্র করে ১১তম শিরোপা ঘরে তুলে নেয় প্যারিসিয়ানরা।
এদিকে পিএসজির রেকর্ডের দিনে আর্জেন্টাইন তারকা ফুটবলার মেসিও গোলের রেকর্ড গড়েছেন। ইউরোপের সেরা ৫ লিগে সর্বোচ্চ ৪৯৬টি গোল করেছেন তিনি। এতে ক্রিস্টিয়ানো রোনালদোকেও ছাড়িয়ে গেলেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।
এ ম্যাচে প্রথমার্ধে গোল শূন্য ছিল দুদল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোলের দেখা পেতে মরিয়া পিএসজি সাফল্য পেয়েছে মেসির পায়ে। ম্যাচের ৫৯তম মিনিটে দলকে লিড এনে দেন তিনি।
তবে ম্যাচের ৭৯ মিনিটে কেভিন গামেইরো গোলে সমতায় ফেরে স্ট্রার্সবাগ। পরে অবশ্য মেসি-এমবাপ্পের চেষ্টা আর ফল আসেনি। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।
আরও পড়ুন: রোনালদোর আল-নাসরের প্রস্তাব ফিরিয়ে দিলেন জিদান