মাত্র ২৫ বছরের তরুণ ফাইক বোলকিয়াহ। অর্থ সম্পদে ছাড়িয়ে গেছেন বিশ্বের সর্বোচ্চ তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকেও।
সংবাদমাধ্যম ডিএনএ জানিয়েছে, ফাইক বলকিয়াহের মোট সম্পদের পরিমাণ ২০ বিলিয়ন মার্কিন ডলার। যা বিশ্বের আর কোনো ফুটবলারের নেই।
আর হবেই বা না কেন, ফাইক বলকিয়াহ ব্রুনাই রাজ পরিবারের সদস্য। এছাড়া বিশ্বের অন্যতম ধনী এ দেশটির জাতীয় দলের অধিনায়কও ছিলেন বলকিয়াহ।
জানা গেছে, এক সময়ে ইংলিশ ক্লাব লিস্টার সিটির অনূর্ধ্ব-২৩ একাডেমি দলের হয়ে খেলেছেন ফাইক বোলকিয়াহ। এছাড়া আর্সেনাল ও চেলসির বয়সভিত্তিক দলেও মিডফিল্ডার পজিশনে টুকটাক খেলেছেন তিনি।
যদিও এতো ধনদৌলতের মালিক ফুটবল খেলে হননি ওই ফুটবলার। মূলত ধনকুবের বাবা ও পরিবারের অঢেল সম্পদ তাকে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের খেতাব এনে দিয়েছে।
জানা গেছে, ব্রুনাইয়ের সুলতান হাসান বোলকিয়াহ ফাইক বোলকিয়াহের চাচা। তার বাবা প্রিন্স জেফ্রি বোলকিহ ব্রুনাইয়ের ধনকুবের। সাধারণত এত ধনী পরিবারের কেউ ফুটবল খেলতে না এলেও ফাইক বোলকিয়াহ ফুটবলে এসে আলোড়ন ফেলেছেন।
ফাইক বলকিয়াহ:
ফাইকের জন্ম ১৯৮৮ সালের ৯ মে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে শহরে। ব্রুনাই ও যুক্তরাষ্ট্র দুদেশেরই নাগরিকত্ব রয়েছে তার। এছাড়া তিনি গ্রেট ব্রিটেনের ব্র্যাডফিল্ড কলেজ থেকে পাঠ চুকিয়েছেন।
ফাইক কৈশরে চেলসি যুব দল ও অনূর্ধ্ব-১৮, লেস্টারের অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২৩, সাউদাম্পটন এসিএ, নিউবুরি ইয়ুথ ক্লাবের হয়ে খেলেছেন।
আরও পড়ুন: ইংলিশ কাউন্টি লিগে খেলার প্রস্তাব পেলেন মিরাজ
ক্রিফোস্পোর্টস/২৩মে২৩/এসএ