Connect with us
ক্রিকেট

রশিদ খানদের নিয়ে কী ভাবছে আইসিসি

আফগানিস্তান ক্রিকেট দল। ছবি- গুগল

হঠাৎ ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রে আফগানিস্তান ক্রিকেট দল। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আফগানিস্তানের ক্রিকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আগামী মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু কদিন আগেই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সেই সিরিজ বাতিল করে দিয়েছে।

দেশটিতে নারীদের ওপর তালেবানদের নিষেধাজ্ঞার বিষয়টিকে সিরিজ বাতিলের কারণ হিসেবে দেখায় সিএ।

আর এ বিষয়ে শঙ্কার কথা জানিয়েছে আইসিসি। আইসিসির এক মুখপাত্র ক্রিকবাজকে বলেন, ‘আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে যেটা হচ্ছে, তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। পরবর্তী সভায় আইসিসি বোর্ড এই বিষয়গুলো বিবেচনা করবে। বৈশ্বিক ক্রীড়া সংগঠনগুলোর সঙ্গেও আমরা যোগাযোগ রাখছি, যারা আফগানিস্তানে পুরুষ, নারী সবারই খেলাধুলায় অংশগ্রহণ দেখতে চায়।

অপরদিকে অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলের ঘোষণার পর রশিদ খানসহ বেশ কয়েকজন আফগান ক্রিকেটার বিগ ব্যাশে না খেলার কথা জানিয়েছেন।

মোহাম্মদ নবী সিএর এমন কাজে নিজের ক্ষোভ ঝেড়ে বলেন, ‘খেলাধুলার সঙ্গে কখনো রাজনীতিকে মেশানো ঠিক নয়। ভারতে বিশ্বকাপের সময় তারা কী করবে? আমরা দেখব তারা আমাদের বয়কট করে কি না। যে কারণ তারা দেখিয়েছে, সেটি মোটেও যৌক্তিক নয়।’

আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান

ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট