ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের মতো ইউরোপ কাপানো ক্লাবগুলোতে খেলে ক্যারিয়ারের পরন্ত বেলায় এশিয়ায় পাড়ি জমিয়েছেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এখন খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে। এরপর সবাই ধরেই নিয়েছেন, এই ক্লাব থেকেই হয়তো অবসরে যাবেন রোনালদো।
এবার আল নাসর কোচ রুডি গার্সিয়া বলছেন ভিন্ন কথা।
সৌদি কিংস কাপের ম্যাচের পর রোনালদোর ভবিষ্যৎ নিয়ে আল নাসরের ফরাসি এ কোচ গার্সিয়া বলেন, রোনালদো আমাদের দলের জন্য ইতিবাচক এক সংযোজন। প্রতিপক্ষ ডিফেন্ডারদের এলোমেলো করে দিতে পারে সে। এছাড়া বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ও। আল নাসরে ক্যারিয়ার শেষ করবে না সে। ইউরোপে ফিরে যাবে।
রোনালদোর ইউরোপের ক্লাবে খেলার সুযোগ রয়েছে। কারণ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসলের মালিকানায় রয়েছে সৌদি আরব। তাই অনেকে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন।
যদিও চলতি মাসের শুরুতে আল নাসরের পরিচিতি অনুষ্ঠানে রোনালদো জানিয়েছিলেন, ইউরোপে আমার কাজ শেষ। ইউরোপে আমার অনেক প্রস্তাব ছিল। কিন্তু এই ক্লাবটিকে (আল নাসর) আমি কথা দিয়েছি। এটি শুধু ফুটবলেরই নয়, চমৎকার দেশটির অংশ হওয়ারও সুযোগ।
আরও পড়ুন: স্ত্রী সানিয়া মির্জাকে নিয়ে শোয়েব মালিকের আবেগঘন টুইট
ক্রিফোস্পোর্টস/৩০জানুয়ারি২৩/এসএ