চলতি বছরের ৩০ জুলাই পর্দা উঠছে লঙ্কা প্রিমিয়ার লিগ-এলপিএলের চতুর্থ আসরের। এলপিএলের এবারের আসরে নাম লেখাচ্ছেন বিশ্বের নামিদামি তারকা ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও।
জানা গেছে, প্লেয়ার্স ড্রাফটের তালিকায় আছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন, টাইগার অধিনায়ক সাকিব আল হাসান, উইকেট কিপার ব্যাটার লিটন দাস ও ব্যাটার আফিফ হোসেন। এছাড়াও প্লেয়ার্স ড্রাফটের তালিকায় আছেন, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা। আগামী ১৫ মে পর্যন্ত ড্রাফটে নাম লেখানোর সুযোগ পাবেন ক্রিকেটাররা।
উল্লেখ্য, মোট পাঁচটি দলের এবারের আসর মাঠে গড়াবে ৩০ জুলাই। এর আগে চলতি বছরের ৪ জুন ড্রাফট অনুষ্ঠিত হবে। এছাড়া লঙ্কা প্রিমিয়ার লিগ-এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডিতে।
এলপিএলের প্রধান নির্বাহী দোদানয়েলা বলেন, লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসর শুরু করা নিয়ে আমরা বেশ রোমাঞ্চিত। দেশি-বিদেশি অনেক তারকা ক্রিকেটারদের নিয়ে আমরা বেশ সফল একটি টুর্নামেন্ট আয়োজন করতে চাই।
আরও পড়ুন: আজ কলকাতা হারলেই বাজবে বিদায় ঘণ্টা, সম্ভাব্য একাদশ
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৩/এসএ