Connect with us
ফুটবল

লা লিগার শিরোপা পুনরুদ্ধারে বড় লাফ বার্সার

লা লিগার শিরোপা পুনরুদ্ধারে বড় লাফ বার্সেলোনা
অ্যাতলেতিকো মাদ্রিদকে হারানোর পর বার্সেলোনার ফুটবলারদের উল্লাস (ছবি- গোল ডটকম)

লা লিগার শিরোপা পুনরুদ্ধারে বড় লাফ বার্সেলোনার। শক্তিশালী আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল শাভি এর্নান্দেসের দল।

কাম্প নউয়ে আজ রবিবার লা লিগার হাইভোল্টেজ এ ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে বার্সা।

ম্যাচের প্রথমার্ধে একমাত্র গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড তরেস। ৪৪তম মিনিটে রাফিনিয়ার পাস পেয়ে বক্সের মুখ থেকে ডান পায়ের নিচু শটে গোলটি করেন তিনি।

এদিন দুর্দান্ত কিছু সুযোগ মিস না হলে ব্যবধানটা আরো বড় হতো। ৬২তম মিনিটে এবং ৭১তম মিনিটে দুর্দান্ত দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করে বার্সেলোনা। বক্সে ফাঁকায় বল পেয়েও দ্বিতীয় সুযোগটিতে গোল করতে ব্যর্থ হন গাভি।

পরে অবশ্য কাউন্টার অ্যাটাকে জমে ওঠা লড়াই। যদিও শেষ মিনিট পর্যন্ত বল আর জালের দেখা পায়নি। এ ম্যাচে তিন পয়েন্টের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

পয়েন্ট টেবিল:

৩০ ম্যাচে ২৪ জয় ও ৪ ড্রয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। রিয়াল থেকে ৫ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে আতলেতিকো। ৫৪ পয়েন্ট নিয়ে চারে রিয়াল সোসিয়েদা।

আরও পড়ুন: ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত, দেখেনিন কোন গ্রুপে কোন দেশ

ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল