ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে টাইগার ওপেনার লিটন দাসের অভিষেকটা মোটেও ভালো হয়নি। এক ম্যাচ খেলে নামের প্রতি সুবিচার করতে না পারায় বসিয়ে রাখা হয় পরবর্তী সব ম্যাচ। এমন অপ্রত্যাশিত স্মৃতি নিয়ে পারিবারিক কারণ দেখিয়ে দেশে ফিরেন এই টাইগার তারকা।
অনেকটা অনুমেয় ছিল এবার আর আইপিএলে ফিরছেন না লিটন। তাই হলো। তবে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সতীর্থদের সঙ্গে বিমান ধরেননি তিনি।
লিটন তাহলে কবে দলে যোগ দিচ্ছেন? এমন প্রশ্নের উত্তর জানা গেছে বিসিবি সূত্রে। মঙ্গলবার (২ মে) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবেন লিটন দাস।
এছাড়া আইপিএলে দিল্লিরর হয়ে খেলতে যাওয়া আরেক টাইগার মোস্তাফিজুর রহমান দলের সঙ্গে যোগ দেবেন ৪ মে। তবে ইংল্যান্ডে যাওয়ার আগে দেশে ফেরার কথা রয়েছে। এরপর ঢাকা থেকেই বিলেতের বিমান ধরবেন দ্য ফিজ। বিসিবি সূত্রে জানা গেছে, ৪ মে সকাল ১০টায় যাত্রা করবেন তিনি।
এর আগে, দুই বহর হয়ে ইংল্যান্ডে যায় বাংলাদেশ দল। প্রথম বহর রবিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১টা ৪০ মিনিটে আর দ্বিতীয় বহর পরদিন সকাল সোয়া ১০টার ফ্লাইটে ঢাকা ছাড়ে।
আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের শেষ সিরিজের তিন ওয়ানডে ম্যাচ আগামী ৯, ১২ ও ১৪ মে অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে সবগুলো ম্যাচ হবে। এর আগে, ৫মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
প্রসঙ্গত, এই সিরিজটি আয়ারল্যান্ডের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আইরিশরা। নয়তো আগামী জুনে জিম্বাবুয়েতে কোয়ালিফায়ারে মুখোমুখি হতে হবে তাদের।
আরও পড়ুন: সাদা পোশাকে অস্ট্রেলিয়ার সিংহাসন কেড়ে নিল ভারত
ক্রিফোস্পোর্টস/২মে২৩/এসএ