Connect with us
ফুটবল

লিভারপুলের কাছে ক্ষমা চাইল উয়েফা

ছবি- গুগল

গত বছর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে বিশৃঙ্খলার ঘটনায় এবার লিভারপুলের কাছে ক্ষমা চেয়েছে উয়েফা। এর আগে ঝামেলার দায়ে লিভারপুলের সমর্থকদের কাঠগড়ায় তুলেছিল ফরাসি কর্তৃপক্ষ ও উয়েফা। তবে স্বাধীন রিভিউতে দায় চেপেছে উয়েফার ঘাড়েই।

পর্তুগালের সংসদ সদস্য তিয়াগো ব্রান্দাও রদ্রিগেসের নেতৃত্বাধীন স্বাধীন প্যানেল দীর্ঘ তদন্ত শেষে সোমবার ২২০ পাতার রিভিউ প্রকাশ করে। যেখানে অনেক জায়গায় উয়েফার ঘাটতির কথা উল্লেখ করা হয়।

উয়েফা ও ফরাসি কর্তৃপক্ষ আগে বলেছিল, টিকিট জালিয়াতির কারণে ওই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। লিভারপুল সমর্থকদের তাণ্ডবেই খেলা দেরিতে শুরু হয়েছিল বলে তখন দাবি করেছিল তারা। তবে রিভিউয়ে সেটির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং উল্লেখ করা হয়েছে উয়েফার অব্যবস্থাপনার কথাই।

ফাইনালের আগের ঘটনা ও লিভারপুল সমর্থকদের দায় দেওয়া, দুটি নিয়েই ক্ষমা চেয়েছেন উয়েফা সাধারণ সম্পাদক থিওদোর থিওদরিদিস।

“উয়েফা পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি তাদের কাছে, যারা এই ঘটনায় যারা আক্রান্ত হয়েছেন। বিশেষ করে, এমন একটি ম্যাচে, ক্লাব মৌসুমের চূড়ায় যে ম্যাচটি রূপ নেওয়ার কথা উদযাপনে।”

“সুনির্দিষ্ট করে, লিভারপুল ফুটবল ক্লাবের সমর্থকদের প্রতি ক্ষমা প্রার্থনা করছি এজন্য যে, ম্যাচটি দেখতে গিয়ে তাদের অনেকের যে অভিজ্ঞতা হয়েছে এবং যে বার্তা ম্যাচের আগে ও ম্যাচ চলার সময় দেওয়া হয়েছে। সেখান থেকেই তাদেরকে অন্যায্যভাবে দায় দেওয়া হয়েছে ম্যাচ দেরিতে শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে ভূমিকা রাখায়।”

আনুষ্ঠানিকভাবে প্রকাশের কয়েক ঘণ্টা আগেই এই রিভিউ বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। এতেও আবার হতাশা প্রকাশ করে বিবৃতি দিয়েছে লিভারপুল।

উল্লেখ্য, গত ২৮ মার্চ প্যারিসের স্তাদ দে ফ্রান্সে ওই ফাইনালে লিভারপুল সমর্থকদের অনেকে সময়মতো মাঠে প্রবেশ করতে পারেননি। অনেকটা দাঙ্গার মতো হয়ে যায় সেখানে। প্যারিসের পুলিশকে দেখা যায় কাঁদানে গ্যাস ছুড়তে, আক্রান্তদের মধ্যে ছিলেন নারী ও শিশুরাও। ফাইনাল ম্যাচটি শুরু হতে দেরি হয় ৩৬ মিনিট। ম্যাচটি রিয়াল মাদ্রিদ জিতে নেয় ১-০ গোলে।

আরও পড়ুন: পারল না বরিশাল, সাকিবের ব্যাটিংয়ে না নামার কারণ জানালেন কোচ

ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৩/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল